প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
শাহরাস্তিতে কলেজ পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সূচীপাড়া ডিগ্রি কলেজ দল মেহের ডিগ্রি কলেজ দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন রশিদ, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপাধ্যক্ষ মোঃ জিয়াউদ্দিন, সূচীপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, মোয়াজ্জেম হোসেন, শাহজামাল, মিজানুর রহমান, আবদুল কাদের, সায়েম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক আক্তার হোসেন, প্রভাষক আহসান উল্লাহ, সাবিনা ইয়াছমিন, ফারুকুল আলমসহ দুই কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার ক্রীড়ামোদী জনসাধারণ।