প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
গত ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক আলআমিন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্য দিয়ে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ৬ দফাভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।
তিনি বলেন, ঐতিহাসিক ৬ দফা কেবল বাঙালি জাতির মুক্তির সনদ নয়, বরং সারাবিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের বিভগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বুলবুল আলম, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।