শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হানিফ গাজীর দাফন সম্পন্ন
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মরহুম হানিফ গাজীর প্রথম জানাজা গতকাল ৮ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মমিনপুর মাদ্রাসার প্রিন্সিপাল রাসেদ বিন মাকসুদ। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বেশিদিন হয়নি হানিফ গাজী স্যানিটারী ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে সর্বদা কাজে ব্যস্ত থাকতেন, সকল শ্রেণির মানুষের সেবা করে গেছেন। গত ক’দিন আগে জ্বর অনুভব করলে ডাক্তারের পরামর্শ ঢাকায় চিকিৎসার জন্য রেফার করা হয়। ঢাকা পপুলার হাসপাতালে লাইফ সাপোর্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। আমরা ভীষণ শোকাহত। পৌরসভার পক্ষ থেকে তাঁর পরিবারকে যে কোনো সহযোগিতা আমরা করবো। মহান আল্লাহ তাকে ক্ষমা করুন এবং বেহেশত দান করুন। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সৃষ্টির সেরা মাখলুকাত মানুষ আর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হানিফ গাজী পৌরসভার কর্মজীবনে মানুষের সেবা করে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার রুহের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় জানাজার আলোচনা পর্বে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, মোঃ সোহেল রানা, চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ও সর্বস্তরের মুসল্লিগণ।

দ্বিতীয় জানাজা বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় অনেক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। জানাজা শেষে রামচন্দ্রপুর গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়