শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০

মতলব উত্তরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামী গ্রেফতার
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তরে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঠানচক গ্রামের আব্দুল গনি মীরের ছেলে মোহাম্মদ আলী মীর (নান্নু) ও অলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ রুহুল আমিন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ জুন ভোরে ঢাকা থেকে তাদের আটক করে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আলী মীর নানু ও আরেক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এএসআই মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে।

তারা মতলব উত্তর থানার মামলা নং-৪ ও শাহবাগ থানার মামলা নং-৩১(২)১০-এর সাজাপ্রাপ্ত আসামী। তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ােছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের পুলিশের চৌকস টিম সবসময় কাজ করছে। যে কোনো অপরাধীদের ধরতে আমরা সর্বদা প্রস্তুত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়