প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
![চাঁদপুরে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ শুরু](/assets/news_photos/2023/06/09/image-34075.jpg)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৯০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবসমূহ সঠিকভাবে পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্যে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় সারাদেশের ন্যায় চাঁদপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবপ্রাপ্ত ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি থেকে ৪ জন শিক্ষককে ‘আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স’ বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। গত ৫ জুন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ডিএন উচ্চ বিদ্যালয়ে দুটি ভেন্যুতে ১ম ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন শিক্ষককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
এদিন ডিএন উচ্চ বিদ্যালয়ে দুটি ব্যাচের ৪০ জন শিক্ষক নিয়ে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা আইসিটি প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোফাজ্জেল হোসেন ও ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
উল্লেখ্য, গত ১ জুন বৃহস্পতিবার জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপ্রধানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।