শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হানিফ গাজী আর নেই
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর সদালাপী মোঃ হানিফ গাজী আর বেঁচে নেই। ৭ জুন বুধবার রাত সাড়ে ৮টার সময় ঢাকা পপুলার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল।

গত ২৯ মে সোমবার তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। এতোদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা থেকে লাশ চাঁদপুর আনার পর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে হানিফ গাজীর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। হানিফ গাজী পৌরসভার স্বাস্থ্য বিভাগে টিকাদানকারী হিসেবে যোগ দেন। পরে তিনি স্যানিটারী ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রায় ২৪ বছর যাবত চাঁদপুর পৌরসভায় চাকরি করেছেন তিনি।

তার অকাল মৃত্যুতে পৌর পরিষদ, পৌর কর্মচারী সংসদসহ বিভিন্ন মহল গভীরভাবে শোকাহত। তারা মরহুম হানিফ গাজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

পৌর মেয়রের শোক

চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ হানিফ গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি এক শোক বার্তায় বলেন, হানিফ গাজী একজন দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠাবান পৌর কর্মকর্তা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা পৌর পরিষদ গভীরভাবে শোকাহত। একইভাবে শোক জানিয়েছেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়