শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

পুরাণবাজার ইসলামী ব্যাংকের এটিএম বুথে আগুন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার বটগাছ তলার কবির ভিলায় ইসলামী ব্যাংকের এটিএম বুথে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ৬ জুন মঙ্গলবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত মানুষ ‘আগুন আগুন’ চিৎকার দিয়ে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে কবির ভিলার দ্বিতীয় তলার বাসিন্দা ব্যবসায়ী শহিদুল ইসলাম স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে বুথের ভেতরের কারেন্টের বোর্ডটি আগুনে পুড়ে গেছে। আমরা ধারণা করছি, পাওয়ার হিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যদিও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ওই সময় এলাকার বিদ্যুৎ তাৎক্ষণিক বন্ধ করে দেয় এবং ইসলামী ব্যাংকের ক’জন কর্মকর্তা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশও ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা জানায়, আগুনের ধোঁয়া নজরে পড়ায় অল্পের জন্য বড় ধরনের আগুন লাগার ঘটনা থেকে রক্ষা পেয়েছে কবির ভিলার এই বিল্ডিংটি। গভীর রাতে যদি এই ঘটনা ঘটতো তাহলে ওই ব্যাংকের এটিএম বুথসহ ওই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়