শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

ট্রলি গাড়ির ধাক্কায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের ওয়্যারলেস-ফরিদগঞ্জ সড়কের পাসপোর্ট অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় তাফাজ্জল গাজী (৭০) নামের এক বাক্শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির পিতার নাম রুস্তম গাজী (মৃত)। চাঁদপুর সদর মডেল থানার এসআই আঃ কুদ্দুস এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাফাজ্জল গাজী নামের এক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রলি গাড়ি ধাক্কা দেয়। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে স্থানীয়ভাবে কেউ চিহ্নিত করতে পারেনি। খবর পেয়ে এসআই আব্দুল কুদ্দুস হাসপাতালে এসে ময়না তদন্তের জন্যে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

হাসপাতালে ডিউটিরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল জানান, বৃদ্ধকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাকে ইসিজি করার পর দেখা যায় তিনি বেঁচে নেই।

নিহতের স্ত্রী পেয়ারা বেগম জানান, তার স্বামী মানসিক রোগী। কানে কম শুনে এবং কথাও বলতে পারে না, প্রতিবন্ধী। তাদের ৩ মেয়ে রয়েছে। বর্তমান পৌর মেয়রের বাড়ির পাশে দক্ষিণ তরপুরচণ্ডী কাজী বাড়িতে থাকেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়