শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০

মতলবে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান
রেদোয়ান আহমেদ জাকির ॥

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা চাঁদপুরের তত্ত্বাবধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৬ জুন সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। ‘তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ এই বিষয়ের উপর বিতর্কে অংশগ্রহণ করে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফাতেমা আক্তার সুরভী।

অনুষ্ঠানে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়ন্তী রানী সাহার সভাপ্রধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর-এর সহকারী পরিচালক মো. আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, উপজেলা শিক্ষা অফিসার আছিয়া বেগম ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ। পরে বিতর্কে অংশগ্রহণকারী দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দুজন শিক্ষার্থীর মাঝে দুদকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়