প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০০:০০
![অস্বস্তিকর গরম](/assets/news_photos/2023/06/07/image-33988.jpg)
প্রায় দুই সপ্তাহ ধরে চাঁদপুরসহ সারাদেশে বৃষ্টির দেখা নেই। ফলে তাপদাহ বেড়ে চলেছে। অস্বস্তিকর গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অনেক বেশি তাপ অনুভূত হচ্ছে মানুষের কাছে। গরমে ঘেমে আরো অস্বস্তিকর হয়ে উঠছে পরিবেশ। সবচেয়ে কষ্টে ভুগছেন শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে গদিঘর শ্রমিক, খেয়া মাঝি, রিকশাওয়ালা, হকার, দোকানি, নির্মাণ শ্রমিক এই তীব্র তাপ উপেক্ষা করে বাধ্য হয়েই কাজ করছেন। প্রচণ্ড গরমে এভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পড়েছেন সেলুন মালিক। পাশের ছবিতে বড় নৌযানের ছায়াতলে খেয়াঘাট নৌকার মাঝিদের অবস্থান। ছবি দুটি চাঁদপুর শহরের পুরাণবাজার বাজার এলাকা ও ভূঁইয়ার ঘাট থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।