প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০
গরম থেকে বাঁচতে গাছের উপর
![গরম থেকে বাঁচতে গাছের উপর](/assets/news_photos/2023/06/03/image-33808.jpg)
অনলাইন ডেস্ক
তীব্র দাবদাহে ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, সবাই তখন একটু শীতল বাতাসের জন্যে ঠাণ্ডা স্থান খুঁজে নেয়। ঠিক সেই রকমই তীব্র গরমে নিজেকে শীতল করতে গাছের উপরে একজনকে শুয়ে থাকতে দেখা যায়। ছবিটি গতকাল শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় নদীর পাড়ের একটি গাছ থেকে তোলা। ছবি : কাজী আজিজুল হাকিম।