শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০

বিজ্ঞান শিক্ষায় আগ্রহীদের উদ্ভাবক হিসেবে তৈরি করতে হবে
মিজানুর রহমান ॥

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। সেজন্যে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে। বিজ্ঞান শিক্ষায় যারা আগ্রহী প্রজন্ম সবাই বিজ্ঞানী হবে না, কিন্তু তাদেরকে উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ২ জুন শুক্রবার সকালে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ উদ্বোধন ও বিজ্ঞান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিজ্ঞান উন্নতির স্বপ্ন দেখায়। তাই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। প্রাকৃতিক সম্পদ ব্যবহারেও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে।

জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিক্ষা ও আইসিটি বশির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

এবারের বিজ্ঞান বিষয়ক সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘সৌর বিদ্যুতের সম্ভাবনা’। এই বিষয়ের ওপর মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞান ক্লাব সংগঠক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শেখ সাদী। অন্যান্য বক্তা উন্নত বাংলাদেশ তৈরিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু। এর আগে জেলা প্রশাসক কামরুল হাসান অন্যান্য অতিথিকে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা থেকে তিনটি করে ২৪টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রকল্প এই আয়োজনে উপস্থাপন করে। আজ ৩ জুন শনিবার সমাপনী অনুষ্ঠান। এর আগে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়