শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০

জব্দ জেলে নৌকার নিলাম

জব্দ জেলে নৌকার নিলাম
অনলাইন ডেস্ক

মেঘনায় ইলিশের জাটকা রক্ষা কর্মসূচি চলাকালে জেলা-উপজেলা টাস্কফোর্সের অভিযানে জব্দ ৫২টি জেলে নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। নিলামের ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা সরকারি কোষাগারে জমা হয়। ১৬ মে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে উন্মুক্ত এ নিলাম কার্যক্রম পরিচালিত হয়। রাত ৯টায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

তিনি বলেন, জেলা টাস্কফোর্স কমিটির প্রধান ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান নদীতে অভিযানের সময় জব্দকৃত জেলে নৌকাগুলো বিক্রির জন্যে একটি কমিটি গঠন করেন। সে কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি মেশকাতুল ইসলাম উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম জানান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জাটকা বিরোধী অভিযানে জব্দকৃত ৫০টি এবং নৌ থানার হেফাজতে থাকা ২টি নৌকাসহ মোট ৫২টি নৌকার নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় ভ্যাট আইটিসহ সর্বমোট ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকায় ৫২টি নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়