প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৮ এপ্রিল শুক্রবার দেশব্যাপী পালন করা হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এই উপলক্ষে প্রতিবারের ন্যায় চাঁদপুর জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর জেলা জজ আদালত ভবনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচীতে সকলের উপস্থিতি কামনা করেছেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ মোঃ সাকিব হোসেন।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, সকাল ৮ টা ৩০ মিনিটে জেলা জজ আদালত প্রাঙ্গণে উপস্থিতি, ৮ টা ৪৫ মিনিটে টি-শার্ট ও ক্যাপ বিতরণ, সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি (জেলা জজ আদালত ভবন-ইলিশ চত্বর-জেলা জজ আদালত ভবন), সকাল ৯টা ৩০ মিনিটে লিগ্যাল এইড মেলা উদ্বোধন, সকাল ১০ টায় দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, সকাল ১১টায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ ও সমাপ্তি ঘোষণা।