প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![প্রাক্তন শিক্ষার্থীদের বিদ্যালয়ের জন্য অনেক কিছু করার রয়েছে](/assets/news_photos/2023/04/27/image-32273.jpg)
ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং উচ্চশিক্ষা গ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান করা হয়। ঈদের পরদিন রোববার সকালে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিজের বিদ্যালয়ের জন্যে অনেক কিছু করার রয়েছে। শিক্ষার মানোন্নয়নে মেধা বৃত্তি প্রদান, ঈদ পুনর্মিলনী বা বিভিন্ন উৎসবের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের মাঝে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা স্মৃতিচারণ করলে তা কাজে আসবে।
তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিজের উন্নতি করার চেষ্টা করতে হবে। নিজের আর্থিক অবস্থান উন্নতি হলে প্রকারান্তরে দেশ উপকৃত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন এবং তার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে যেভাবে এগিয়ে চলছেন সেজন্যে সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনারা জানেন, আমাদের দিনের পর দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, সেজন্যে কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনার সাথে পরিচিত হতে হবে। যাতে অল্প জমিতে অধিক ফসল ফলানো সম্ভব হয়।
তিনি বলেন, আমাদের প্রতি বছর ২২ লক্ষাধিক শিক্ষিত যুবক চাকুরির জন্য পড়াশোনা শেষ করে । এর মধ্যে হাতেগোণা কয়েক লাখ যুবক সরকারি চাকুরি করতে সক্ষম হয়। বাকিদের মধ্যে কিছু সংখ্যক বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতে পারলেও বড় অংশ বেকার থেকে যায়। এজন্যে আমাদের বেকারত্ব ঘুচাতে উদ্যোক্তা হতে হবে। এতে নিজে স্বাবলম্বী হওয়ার সাথে সাথে আরো বেশ কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মহেশ চন্দ্র শর্মা, সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, শাহজাহান কবির, ফরিদ আহমেদ রিপন প্রমুখ। বিকেলে প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপ্রধানে ও প্রাক্তন শিক্ষার্থী নূরুন্নবী নোমানের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।