সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০

পুলিশ সুপার ও পুনাকের ‘ঈদ পুনর্মিলনী’
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা পুলিশের ‘ঈদ পুনর্মিলনী’ ঈদের পরদিন রোববার অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) এবং ডাঃ আফসানা শর্মী (সভানেত্রী, পুনাক, চাঁদপুর)-এর উদ্যোগে তাঁদের সরকারি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি উপস্থিত ছিলেন। সরকারি পদস্থ কর্মকর্তা ও সম্মানিত ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

পুনর্মিলনীতে অংশ নেন জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ সহ আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ।

ঈদ পুনর্মিলনীতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, পুনাক, চাঁদপুরের সাধারণ সম্পাদক মৌমিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, পুনাক, চাঁদপুরের কোষাধ্যক্ষ তন্দ্রা দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, পুনাক, চাঁদপুরের দপ্তর সম্পাদক ইশানা আরাফাত সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়