সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

দেশ ও মানুষের কল্যাণে আওয়ামী লীগ ছিল এবং থাকবে
বিমল চৌধুরী ॥

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ও চাঁদপুর সিটি কলেজের আয়োজনে কমিউনিটি পুলিশ, অন্ধ, শ্রবণ প্রতিবন্ধী ও ডিঙ্গি মাঝিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী। গতকাল ১৯ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুর সিটি কলেজ মিলনায়তনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় সুজিত রায় নন্দী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় রোজাদারদের জন্য যে মানবিক ও মহতী উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যি খুবই প্রশংসনীয়। তাঁর এই মহতী উদ্যোগই প্রমাণ করে তিনি কতটুকু মানবিকতাসম্পন্ন প্রধানমন্ত্রী। যিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল মানুষের জন্যে এবং দেশ ও জাতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে নেতার স্বপ্ন ও আদর্শ এবং নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, জননেত্রী শেখ হাসিনা আজ সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান ও আদর্শ বাস্তবায়নে সকল ক্ষেত্রেই সফলতার সাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ জনমানুষের দল। এ দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। দেশ ও মানুষের কল্যাণে আওয়ামী লীগ ছিল এবং থাকবে।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল দুঃস্থ-অসহায় কোনো রোজাদার যাতে রমজানে ইফতার গ্রহণে কষ্ট না পান সেদিকে লক্ষ্য রাখার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই নির্দেশনা অনুযায়ী দলীয় নেতা-কর্মীরা নিজেদের ইফতার আয়োজন বন্ধ করে ওই অর্থ দিয়ে দল, মত, নির্বিশেষে অসহায় রোজাদারদের সহায়তা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমেই আমরা কাজ করছি। আপনারা প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করবেন। তিনি ভালো থাকলেই দেশের মানুষ ভালো থাকবে এবং দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য সকলের প্রতি বিন¤্র আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়ার সভাপ্রধানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, সংগঠক প্রফেসর রণজিত কুমার বণিক, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, রফিকুল ইসলাম ভূঁইয়া, নূরুল ইসলাম মিয়াজীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর সিটি কলেজের দাতা সদস্য ছাত্রনেতা আতাউর রহমান পাটওয়ারী। এদিন প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেতে দুপুর থেকেই চাঁদপুর সদরসহ হাইমচর উপজেলার দুঃস্থ অসহায়দের ভিড় পরিলক্ষিত হয়। তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারস্বরূপ লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, চিনিগুঁড়া চাল ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়