প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের বিশিষ্টজন, প্রথিতযশা রাজনীতিবিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির কার্যকরী সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাবেক সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলালের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গত মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের কিছু সময় পর রাজধানীর উত্তরাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়া বাড়ির চাঁনমিয়া মাস্টারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম রোটাঃ আলী আশ্রাফ দুলালের স্মৃতিচারণ করে জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।
মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মরহুমের নিকটাত্মীয়-স্বজন, দলীয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রোটাঃ আলী আশ্রাফ দুলাল গত এক বছর যাবৎ কিডনী ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, রোটাঃ আলী আশ্রাফ দুলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’-এর প্রতিষ্ঠাকালীন কমিটির কার্যকরী সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তিনি পঞ্চায়েত কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।