মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে
মিজানুর রহমান ॥

১৮ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর শহরের মুনিরা ভবনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত বিভেদ ভুলে গিয়ে সবকিছু এক পাশে ঠেলে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য হাতে-হাত, কাঁধে-কাঁধ মিলিয়ে সকলকে আন্দোলন করতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। এদের রাজনীতির কোনো ভিত্তি নাই। এদের রাজনীতি রাষ্ট্রীয় কিছু কর্মকর্তার হাতে চলে গেছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিয়ে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, গায়েবি মামলা ও ভয়-ভীতি সৃষ্টি করে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। এদের সফল হতে দেয়া যাবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বাংলাদেশের জনগণ যখন সিদ্ধান্ত নিয়েছিল ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিবারই জেগে উঠেছে। এইবারও বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আগামীর আন্দোলনে অবশ্যই জয় হবে ইনশাল্লাহ। মনে রাখতে হবে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা, গোয়েন্দা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করবে। শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। রাস্তায় নেমে রাস্তা দখল করে আমাদের শেষ ফয়সালা করতে হবে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া উইং জহির উদ্দিন স্বপন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী প্রমুখ ।

ইফতার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন।

জেলা বিএনপির এই বিরাট ইফতার মাহফিলে হাজার হাজার নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়