সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥

শনিবার ১৮মার্চ বিকেলে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং হাসপাতালের সাথে সম্পৃক্ত সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি হাসপাতালের বর্তমান সেবার পরিসংখ্যান, উন্নত প্রযুক্তিসমৃদ্ধ চিকিৎসা সেবা এবং গুণগত সেবা প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হাসপাতালটি এখন জাতীয় পর্যায়ের অন্যতম একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। বর্তমানে উন্নত চক্ষু চিকিৎসা সেবার ক্ষেত্রে এ হাসপাতালটি অত্র অঞ্চলের চক্ষু রোগীদের জন্য অন্যতম সেরা চক্ষু হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়ে কাজ করার জন্য কার্যনির্বাহী পরিষদ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীগণের প্রতি আহ্বান জানান। তিনি হাসপাতালের সেবার মান আরো উন্নত ও প্রযুক্তি নির্ভর করার পরামর্শ প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম রোটারিয়ান মাজহারুল হক ভূঁইয়া, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব ডাঃ এমএ গফুর, কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, উপদেষ্টা পরিষদ সদস্য মরহুম আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমানের পিতা লুৎফর রহমানসহ হাসপাতালের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যে সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাঁদের সকলের রুহের মাগফিরাত কামনায় এবং হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও হাসপাতালের কার্যনির্বাহী পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্যসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বার্ষিক প্রতিবেদন ২০২৩-এর মোড়ক উম্মোচন করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি কামরুল হাসানসহ উপস্থিত অতিথিবৃন্দ।

সভায় স্বাগত ভাষণে হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এম. এ মাসুদ ভূইয়া হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং হাসপাতাল কতৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পসমূহ বিস্তারিতভাবে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি উক্ত সভায় হাসপাতালের ১১তম বার্ষিক সাধারণ সভা-২০২০-এর কার্য বিবরনী, ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন এবং সভায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সভায় হাসপাতালের সকল বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যারা হাসপাতালের কার্যক্রমকে সাফল্যের সাথে এগিয়ে নিতে তাঁকে সহযোগিতা করছেন তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান। এছাড়া চাঁদপুরের সকল দৈনিক পত্রিকার সম্পাদক, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। যারা বিভিন্ন সময়ে তাঁদের পত্রিকায় হাসপাতালের কার্যক্রমগুলো সাবলীল ও সুন্দরভাবে প্রকাশ করে গণমানুষের কাছে পৌঁছে দিয়েছেন। হাসপাতালের কার্যক্রমকে আরো উন্নত ও গতিশীল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় ২০২১-২২ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন এবং ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য তমাল কুমার ঘোষ এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ও হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস মোঃ ইকবাল হোসেন, ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের এফএভিপি মোহাম্মদ জহিরুল হক, হাসপাতালের আজীবন সদস্য ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ডাঃ জি এম ফারুক ও শেখ মহিউদ্দিন রাসেল। হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়