বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আদালত প্রতিবেদক ॥

চাঁদপুর শহরের জিটি রোডস্থ উত্তর বিষ্ণুদী এলাকায় রাজমিস্ত্রী হাসান ছৈয়ালকে মোবাইল চুরির অপবাদ, মারধর ও আত্মহননের প্ররোচনায় দায়ের করা মামলায় ১০ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামীরা স্বেচ্ছায় জামিনের জন্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল আলমের আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হলেন : বিষ্ণুদী এলাকার সেলিম খান (৪২), মোঃ জাহাঙ্গীর গাজী (৪৩), আনোয়ার গাজী (৩২), মোক্তার বেপারী (২৮), হাসান পাটওয়ারী (২৬), মোঃ সবুজ আখন (২৮), এলেমান বেপারী, (৪৫) সিরাজ গাজী (৫৫), কামাল হোসেন (৩৫) ও মোঃ মহসীন (৪০)।

বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ আগস্ট ভোর ৬টার দিকে মৃত হাসান ছৈয়ালের ঘরের সামনে এসে মোবাইল চুরি করেছে অপবাদ দিয়ে আসামীরা সংঘবদ্ধ হয়ে গালমন্দ করে। এক পর্যায়ে তাকে মোবাইল চুরি করেছে অভিযুক্ত করে একটি ঘরে রশি দিয়ে বেঁধে রাখে এবং হাত-পা কেটে ফেলবে হুমকি ধমকি দিতে থাকে। ওইদিন দুপুরে আসামীরা হাসানকে ঘরে আটকে রেখে চলে গেলে সে ভয়ে ঘরে থাকা সিলিং ফ্যানে গামছা ও বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় হাসান ছৈয়ালের পিতা মোঃ শরীফ ছৈয়াল ওইদিনই চাঁদপুর মডেল থানায় ৮জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে ৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান তদন্ত শেষে গত ২০২২ সালের ৩০ অক্টোবর ১৪জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন জসিম উদ্দিন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়