প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা ও দায়রা জজের সাথে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
চাঁদপুর জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (৩০ জানুয়ারি) সকালে সমিতির নেতৃবৃন্দ জেলা জজের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাহেদুল করিম, সিনিয়র সহকারী জজ মোস্তফা পারভেজ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুণ, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মেরাজ সিদ্দিক, সম্পাদক ফরমস্ অ্যাডঃ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরি অ্যাডঃ মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, রানিং অডিটর অ্যাডঃ জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মামুন হোসেন মিয়াজী, সদস্য অ্যাডঃ মাহবুব আলম, অ্যাডঃ সানজিদ হাসান (সানি) ও অ্যাডঃ মুনতাসির রিয়াদ।