প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০
বই পাঠ ও গ্রন্থাগার আন্দোলনকে গণমানুষের কাছে পৌঁছে দিতে প্রতি বছর ৫ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালিত হচ্ছে গ্রন্থাগার দিবস। দিবসটি যথাযথভাবে পালনের জন্যে গতকাল ২৯ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌসের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অমর চন্দ্র দাস, চাঁদপুর জেলা গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফ বিল্লাহসহ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ। সভাপতি তাঁর বক্তব্যে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে গ্রন্থাগার দিবসের সকল কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
জাতীয় গ্রন্থাগার দিবস সুন্দরভাবে উদযাপনের জন্যে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই পাঠ প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা।