শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১

জেলা বিএনপির প্রভাত ফেরি ও আলোচনা সভা

গত ১৭ বছেরের আন্দোলন-সংগ্রামে যারা মারা গেছে তাদের সকলকে শহীদী মর্যাদা দিতে হবে

---শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
গত ১৭ বছেরের আন্দোলন-সংগ্রামে যারা মারা গেছে তাদের সকলকে শহীদী মর্যাদা দিতে হবে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে

একটি র‍্যালি নিয়ে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক ও বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।

প্রভাত ফেরি ‌‌‌‌ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতা- কর্মীদের শপথ বাক্য পাঠ করান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, আমাদের ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদলের রতনকে গুলি করে হত্যা করা হয়। তার লাশ এখনো আমাদের চোখের সামনে ভাসে। আমাদের এই চাঁদপুরে ২০১২ সালে দুই মাসের ব্যবধানে চারটি লাশ পড়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে। সুতরাং ৫২-এর অমর একুশে ফেব্রুয়ারিতে যারা মাতৃভাষার জন্যে মৃত্যুবরণ করেছে, তাদেরকে যেভাবে শহীদী মর্যাদা দেওয়া হয়েছে, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা মারা গিয়েছে তাদের সকলকে শহীদী মর্যাদা দিতে সরকারকে অনুরোধ করছি।

শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, অনেক কুচক্রী মহল বিভিন্নভাবে উস্কানি দেবার চেষ্টা করছে। যাদেরকে গত ১৭ বছর আমরা দেখি নাই, আমাদের সাথে যাদের আন্দোলন করার কথা ছিল। অনেককে দেখেছি, মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের মিছিলে চুপ করে ঢুকেছে। আজকে বড়ো বড়ো কথা বলছে। আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। আমাদের সকলের কাছে নাম জানা আছে। সবাইকে সজাগ থাকার অনুরোধ করছি।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক

আক্তার হোসেন মাঝি, শাহজালাল মিশন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চাঁদপুর জেলার সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. হারুনুর রশীদ, আফজাল হোসেন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান,

তাঁতী দলের আহ্বায়ক আলী আহমদ কমিশনার, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়