মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:২৪

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন

ঢাকায় যাচ্ছেন চাঁদপুরের বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

বিশেষ প্রতিনিধি।।
ঢাকায় যাচ্ছেন চাঁদপুরের বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁদপুর জেলা থেকে ২৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন। এ উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটে একাধিক লঞ্চ রিজার্ভ রাখা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় চাঁদপুর সদর আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বহন করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে।

রাজধানীতে চাঁদপুরের নেতাকর্মীদের গন্তব্য ৩০০ ফিট এলাকার কুড়িল বিশ্বরোড। এখানেই জড়ো হবেন তারা। এছাড়া বাস, মাইক্রোবাস ও কারে করেও ঢাকায় যাবেন নেতাকর্মীরা। দলীয়ভাবে লঞ্চ, বাস ও মাইক্রোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেকে নিজ নিজ ব্যবস্থায় আলাদাভাবে ঢাকায় গেছেন বা যাচ্ছেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্যে একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রত্যেকে নির্ধারিত স্থান থেকে লঞ্চ, বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওনা হবেন।

তিনি আরও জানান, নেতাকর্মীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করছেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম জানান, চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসন এলাকা থেকে ৫ হাজার করে মোট ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। বুধবার চাঁদপুর লঞ্চঘাটে ঢাকায় যাওয়ার জন্যে আমাদের লঞ্চ থাকবে এবং দুপুর ২টার সময় লঞ্চ ছাড়বে। নেতাকর্মী ও সমর্থক ৫ হাজার, ৬ হাজার বা ১০ হাজার যাই হোক, আমাদের লঞ্চ প্রস্তুত থাকবে।

তিনি বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। চাঁদপুর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। তারেক রহমান বাংলাদেশের কৃতী সন্তান, তারুণ্যদীপ্ত নেতা। বাংলাদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে তাকে সংবর্ধনা জানাতে আমরা প্রস্তুত আছি এবং সেই লক্ষ্যে আমরা ঢাকা যাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়