প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৩০
চাঁদপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তাকে তলব করেছে আদালত
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) আদালত তাকে তলব করেন। আদালত সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর থানায় দায়েরকৃত মৎস্য আইনের দুটি মামলায় জব্দকৃত আলামত নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করে স্থিরচিত্র আদালতে দাখিল করার জন্যে ইতঃপূর্বে নির্দেশ দেয়া হয়েছিলো।
|আরো খবর
আদালতের আদেশ মোতাবেক নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করার জন্যে সশরীরে উপস্থিত না হয়ে তার সম্মুখে কারেন্ট জাল ধ্বংসের প্রত্যয়ন দেয়ায় এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব করেছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। আগামী ৭ কার্যদিবসে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্যে আদেশের কপি সিনিয়র মৎস্য কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।







