শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯

ডেভিল হান্ট : ফরিদগঞ্জে আটক ১৪

প্রবীর চক্রবর্তী
ডেভিল হান্ট : ফরিদগঞ্জে আটক ১৪

ফরিদগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে একদিনে যুবলীগ নেতা, সাজাপ্রাপ্ত আসামী ও দ্রুত বিচার আইনের মামলার আসামীসহ ১৪জনকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া এলাকা থেকে দুই নারীসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই একই বাড়ির বাসিন্দা। তারা হলেন : মৃত আ. রশিদ রাঢ়ীর ছেলে মো. ছানাউল্যাহ রাঢ়ী ও তার ভাই মিজান রাঢ়ী, মৃত আ. গফুর রাঢ়ীর ছেলে শাহ আলম রাঢ়ী ও তার ভাই রুহুল আমিন রাঢ়ী, মৃত আবু রাঢ়ীর স্ত্রী শাহিন আক্তার ও তার ছেলে মো. রিয়া রাঢ়ী, মৃত আ. ছাত্তার রাঢ়ীর স্ত্রী আলিমের নেছা। একই রাতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতাকারী হিসেবে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী এলাকা থেকে যুবলীগ নেতা আলাউদ্দিন গাজীকে, একটি মাদক মামলায় ( নং-৪০, তাং ২৫.০৯.২০২০/ জিআর-২৯৬/২০) দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের মোস্তফা খানের ছেলে মো. জসিম উদ্দিন খানকে গ্রেফতার করা হয়। অপরদিকে চলতি মাসে পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সংঘটিত একটি চুরির ঘটনায় চোরাই মালামালসহ পাইকপাড়া গ্রামের ছিদ্দিক মিয়াজির ছেলে মো. শাহ আলম ও বাবুল হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে মো. জহির, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামের রফিকুল ইসলাম ও তার ছেলে মো. মুছা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, মাদকসহ সকল অপরাধ নির্মূলে চলমান ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়