শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্যে : ছারছীনার পীর ছাহেব

অনলাইন ডেস্ক
জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্যে :  ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, এই পৃথিবীতে আমাদেরকে মহান আল্লাহতায়ালা প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদাত করার জন্যে, দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্যে নয়। অথচ ক্ষণিকের এই দুনিয়ায় আমরা বিভিন্ন ধরণের মোহ তথা ক্ষমতার লোভে পড়ে যাই। যার জন্যে আমাদের জীবনে ধ্বংস বয়ে আনে। দেশের বিভিন্ন স্থানে যে হারে ওয়াজ মাহফিল হচ্ছে, সে হারে মানুষ হেদায়াত হচ্ছে না। এর একমাত্র কারণ ইখলাছের অভাব। আজকাল ওয়াজ-মাহফিলের ময়দানকে লোক দেখানো, আবার কোথাও কোথাও শোডাউন হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

পীর ছাহেব কেবলা পীর ভাই ও মুহিব্বীনদেরকে উদ্দেশ্য করে বলেন, ছারছীনা দরবার আপোষহীন দরবার। বর্তমানে একদল লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। ইসলাম নাম দিয়ে একদল লোক ইসলামকে ধ্বংসের পাঁয়তারা করছে, তাদের কাছ থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। মনে রাখতে হবে, আমরা আল্লাহর নিকট দায়বদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্যে নয় জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্যে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ দ্বিতীয় ছারছীনা খ্যাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিনব্যাপী ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের শেষ দিন বাদ জুময়া আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত লাখো লাখো মেহমানদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা মো. নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দ্বিনীয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহা. শরাফত আলী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামিম, ছারছীনা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুহাদ্দিস মাওলানা মো. মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন। এ সময় লাখো লাখো মুসল্লির আমীন আমীন ক্রন্দনে এক ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়। আখেরী মুনাজাত ও জুময়ার নামাজে অংশগ্রহণ করতে আশ-পাশের জেলাসমূহ হতে তিনদিন পর্যন্ত রিজার্ভ বাস, ট্রলার, মাহিন্দ্রা সহ অসংখ্য যানবাহনে লাখো লাখো মুসুল্লি উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়