শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:১৩

ছারছীনা পীর ছাহেব হুজুরের ইন্তেকাল

জানাজা বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনাতে,

স্টাফ রিপোর্টার
ছারছীনা পীর ছাহেব হুজুরের ইন্তেকাল

দেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রধান পৃষ্ঠপোষক  ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ হুজুর বেঁচে নেই। তিনি  ১৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

। ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০।

পীর ছাহেব কেবলা দীর্ঘদিন  বার্ধক্য জনিত রোগে ভুগতে ছিলেন। প্রথমত রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র, তিন কন্যা ও অনেক নাতি নাতনি রেখে যান।

সকল পীরভাই, মুহিব্বীনদের নিকট পীর ছাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন হযরত পীর ছাহেব কেবলার বড় সাহেবজাদা  আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন। পীর ছাহেব হুজুরের জানাজা ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর পক্ষ থেকে রিজার্ভ লঞ্চ করা হয়েছে। ১৭ জুলাই বুধবার রাত ১০টায় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে রিজার্ভ লঞ্চ ছারছীনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে এবং দ্বীনদার মুসলমান ভাইদের জানাজায় অংশ নিতে যথা সময়ে রিজার্ভ লঞ্চে উঠতে অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়