শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মেহের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা স্টীকার লাগানো সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ভ ১১-১৪০৫) পুলিশের চেকপোস্ট এড়াতে পশ্চিম উপলতা এলাকায় ঢুকে পড়ে। পথিমধ্যে গাড়িটির সামনের বামপাশের চাকা ফেটে যায়। এ সময় সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাড়িটি পশ্চিম উপলতা গ্রামের মেহের স্টেশনের দক্ষিণ পাশে মসজিদের সামনে রেখে পালিয়ে যায়।

তাৎক্ষণিক শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী, মোঃ আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্স গাড়ি থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, মাদক জব্দের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়