রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা ডিবি পুলিশ ফরিদগঞ্জে ইয়াবাসহ শরীফ শেখ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৌর এলাকার ভাটিয়ালপুর পুরাণ বাড়ির সামনে শরীফ শেখ বাবুকে হাতে-নাতে আটক করেন ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে। আটককৃত ব্যক্তি ফরিদগঞ্জ পৌরসভার মহিলা প্যানেল মেয়রের ভাই বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িত শরীফ শেখ বাবু। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার দে গত বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। পরে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সেলিনা আক্তার যুথি সাংবাদিকদের জানান, তার ভাইকে কেউ ফাঁসানোর জন্যে এই কাজ করেছে। আমার ভাই এই কাজ করে না।

তবে ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ইয়াবাসহ তাকে আটক করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়