রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এতো নির্মম অত্যাচার বেআইনী কার্যকলাপ বাংলার মানুষ আর সহ্য করবে না। গুমণ্ডখুন, মামলা, জুলুম আর ভোট চুরি জনগণ আর দেখতে চায় না। এই দেশ এভাবে চলতে পারে না। ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে। সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে সেদিন স্টেনগান নিয়ে যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই স্বাধীনতার সুফল আজ আওয়ামী লীগ শেষ করে দিচ্ছে। তাই দেশের জনগণ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে রক্ষিত করেছে, তাদের বিচার হয় না। কৃষককে ২০ হাজার টাকা ঋণের জন্য গ্রেফতার হতে হয়। চাল, ডাল, তেল, বিদ্যুতের দামে সাধারণ মানুষ দিশেহারা। যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হয়, তাহলে আমাদের ১০ দফার প্রথম দফা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, মন্ত্রিপরিষদ ভেঙে দিতে হবে, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া মুক্ত হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, শত বাধা উপেক্ষা করে চাঁদপুরের মানুষ এই গণমিছিলে অংশ নিয়েছে। দলীয় সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন করে এই সরকার ক্ষমতায় এসেছে। যতই ষড়যন্ত্র হোক, ক্ষমতায় তারেক রহমান আসবেই। এদেশের জনগণ সোচ্চার হয়েছে।

তিনি বলেন, এই গণমিছিল থেকে অঙ্গীকার করতে হবে, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। দলীয় নেতা-কর্মীদের বলবো, আপনারা হতাশ হবেন না, কিছুদিনের মধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতারা জেল থেকে বেরিয়ে আসবে। আর আওয়ামী লীগের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না।

সমাবেশ শেষে চিত্রলেখা মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে হাসান আলী হাই স্কুল মাঠে এসে শেষ হয়।

গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত এ কর্মসূচি চাঁদপুরে আয়োজন উপলক্ষ্যে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের ব্যাপক নজরদারি ও তৎপরতায় এবং দলীয়ভাবে বিএনপির নেতা-কর্মীদের সুশৃঙ্খল অবস্থান চাঁদপুরে তাদের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়