প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
আজ ২৪ ডিসেম্বর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন-২০২২ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। দলের জাতীয় এ সম্মেলনকে সফল করতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের কাছ থেকে কাউন্সিলর এবং ডেলিগেটের চেস্টকার্ড সংগ্রহ করেছেন। এই কার্ড নিয়েই চাঁদপুরের নেতারা দলে দলে যোগ দেবেন সম্মেলনে।
জানা যায়, আওয়ামী লীগের সভানেত্রী সম্মেলনে সশরীরে যোগ দেবেন। নেতা-কর্মীরা বলছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ কেমন হবে, প্রধানমন্ত্রী তাদের সেই দিকনির্দেশনা দেবেন। সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে দলের নেতা-কর্মীদের প্রস্তুতির বিষয়েও কথা বলবেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা বার্তাসহ বহু প্ল্যাকার্ড শোভা পাচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে বড় করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, মোহাম্মদ কামারুজ্জামান, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যদের ছবি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, মোঃ ইউসুফ গাজীসহ জেলার অন্য নেতারা ঢাকায় চাঁদপুরের জেলা, উপজেলা, পৌর ইউনিটের কাউন্সিলর এবং ডেলিগেট কার্ড বিতরণ সম্পন্ন করেছেন।