প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, নবীন-প্রবীণ মিলিয়েই আওয়ামী লীগের সম্মেলনে নতুন নেতৃত্ব আসছে। আর সে নেতৃত্ব বাঙালির ঐতিহ্যকে বজায় রেখে বাঙালির অধিকার রক্ষার জন্য ও বাঙালিকে এগিয়ে নেয়ার জন্যই তাদের স্বপ্নপূরণে কাজ করবে। শুক্রবার বেলা ১২টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে চাঁদপুর জেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডাঃ দীপু মনি বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যে সংগঠন এদেশে ভাষার অধিকার এনে দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এমনকি বাঙালির গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ দেশের উন্নয়নের যে স্বপ্ন বাঙালি দেখছে, তা আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। কাজেই ঐতিহ্যবাহী এই দলটির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সারাদেশের মানুষ এর দিকে তাকিয়ে থাকবে।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন এবং পহেলা জানুয়ারিই শিশুরা নতুন বই হাতে পাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।