প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
কাল ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি ঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি সভাপতির বাসভবনে এ সভা হয়। চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করাসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বর সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। কেন্দ্রীয় একজন বড় নেতা চাঁদপুরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা যায়।