প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে কেরাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
ক্লাবের ক্রীড়া সম্পাদক ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ফারুক আহম্মদ লিটনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সম্পাদক শাহাজাদা আল ইমরান শোভন, কোষাধ্যক্ষ ও প্রতিযোগিতার সমন্বয়কারী চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাদের পলাশ, সদস্য আশরাফুল আলম, হাবিবুর রহমান খান, মিজান লিটন ও শরিফুল ইসলাম। প্রতিযোগিতার একক ও দ্বৈতে অংশ নিয়েছিলেন ক্লাবের সদস্যরা।