প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এমন একদিন আসবে হাজার হাজার টাকা দিয়ে অনুষ্ঠান করেও মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না। তাই সময় থাকতে তাদের সম্মান করুন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কমান্ডার বীর বিক্রম মোফাজ্জল হোসেন মায়া আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অপমান করার অধিকার কারও নেই। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমরা আমাদের সম্মানটা ধরে রাখতে চাই। আমরা আমাদের গর্বটাকে লালন করতে চাই। এ দেশটাকে যা কিছু দিয়েছেন সবই মুক্তিযোদ্ধারা।
শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সবসময় শ্রদ্ধা করেন জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, এমএ পাস, বিএ পাস করেও এখনও অনেকে রাস্তায় রাস্তায় ঘোরেন। চাকরি পেলেও তারা শুরুতে বেতন ১৫-২০ হাজার টাকাও পান না। সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের প্রতি মাসের ১ তারিখেই ২০ হাজার টাকা ভাতা দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ক্ষেত্রবিশেষে তারও বেশি থাকে।
বিএনপির উদ্দেশে মায়া বলেন, এই যে বিএনপি ৮ দফা, ১০ দফা, ২০ দফা করে এই পর্যন্ত ৩৮ দফা দিয়ে দিয়েছেন। কোনো লাভ হবে না। বিএনপি যদি ১ হাজার ৩৮ দফা দেয় তাহলেও শেখ হাসিনা সরকারকে হটানো যাবে না।
‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’ স্লোগান দিয়ে তিনি জানান, আওয়ামী লীগ সরকারের বিকল্প আর কোনও সরকার নেই। শেখ হাসিনার সরকারকেই এই দেশের জনগণ বার বার দেখতে চায়। আওয়ামী লীগ সরকারকে দেখতে চায়। আর এই আওয়ামী লীগ সরকারের পেছনেই আছেন মুক্তিযোদ্ধারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বত্ব : সময় টিভি।