প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০
আগামীকাল ২৩ ডিসেম্বর শুক্রবার চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব জেলা-৮-এর কনভেনশন। চাঁদপুর ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী। উপস্থিত থাকবেন খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালের জজ এপেক্সিয়ান আব্দুল মান্নান, এপেক্সের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ ইলিয়াছ জসিম, এনভিপি এপেঃ মাহমুদুল হক সাবু, আইপিএনপি এপেঃ নিজাম পিন্টু, এলজিপিএনপি এপেঃ অ্যাডঃ সৈয়দ নুরুর রহমান, এনজিপিএনপি এপেঃ কাদের নেওয়াজ, এলজি এপেঃ মোশাররফ হোসেন মিশু, এলজি এপেঃ ডাঃ মজিবুর রহমান, এলজিপিএনপি এপেঃ সালাউদ্দিন মাহমুদ, পিএনপি এপেঃ খোরশেদুল আলম অরুনসহ এপেক্স ৯ জেলার নেতৃবৃন্দ।
জেলা-৮-এর কনভেনশন পরিচালনা করবেন জেলা গভর্নর এপেঃ অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল। এছাড়া কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কনভেনশনের হোস্ট ক্লাব এপেক্স ক্লাব অব চাঁদপুর। উক্ত কনভেনশন সফলভাবে সম্পন্ন করার জন্য এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতি এপেঃ অ্যাডঃ এসএম নাজিম উল্যাহ বাপ্পি ও সেক্রেটারী শেখ মহিউদ্দিন রাসেল অনুরোধ জানিয়েছেন।