রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা : ভাংচুর ও লুটপাট
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে নিরীহ পরিবারের বসত বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামে মঙ্গলবার ২০ ডিসেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ জনকে আটক করে বুধবার ২১ ডিসেম্বর নিয়মিত মামলা দিয়ে ২ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

সরেজমিন পরিদর্শন ও উভয়পক্ষের কাগজপত্রের আলোকে জানা গেছে, ওই গ্রামের মৃত ছলেমান বেপারীর ছেলে মোঃ লোকমান হোসেন গত ৬ বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলা আইপিএম এসোসিয়েশন (রেজিস্ট্রেশন নং ৬১৮/চাঁদ) নামক একটি সমিতি থেকে সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন স্থান থেকে ধার দেনা করে টাকা সংগ্রহ করে বসত বাড়িতে একটি গরুর খামার পরিচালনা করছেন। এদিকে প্রতিপক্ষগণ একই এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মনির হোসেন উক্ত জমির একটি অংশ ক্রয় করে দলিল মূলে মালিক হয়েছেন। উক্ত সম্পত্তি ভুক্তভোগীদের দখলে থাকলেও বিভিন্ন সময় একাধিকবার সালিসি বৈঠক হয়েছে। এ নিয়ে ফরিদগঞ্জ পৌরসভায় অভিযোগের প্রেক্ষিতে একটি সালিসি বৈঠকের প্রক্রিয়া চলছে। কিন্তু ওই বৈঠকের আগেই প্রতিপক্ষরা সন্ত্রাসীদের দিয়ে ভুক্তভোগীর দখলীয় বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ দলের অংশগ্রহণে এমন কর্মকাণ্ডে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরজন ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়