প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
‘এই প্রতিষ্ঠান থেকেই শুরু। একদিন প্রাথমিক বিদ্যালয়ও হয়ে যাবে। শুরুর দায়িত্ব যারা নিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ। শুরু করাটা গুরুত্বপূর্ণ। এবার দেখবেন কেউ না কেউ দায়িত্ব নিবে। নতুন নতুন প্রতিষ্ঠান হবে। পাশেই বহুতল ভবনের একটি মাদ্রাসার কাজ চলছে। সেখানে এ পর্যন্ত আমার প্রায় ষাট লাখ টাকা ব্যয় হয়ে গেছে। আমি কথা দিয়েছিলাম, প্রাথমিক বিদ্যালয় করে দিবো, আমাকে ভূমির ব্যবস্থা করে দেন। ভূমির মূল্যও আমি দিবো। কিন্তু হতাশার বিষয় হচ্ছে, জমি ক্রয় করতে গিয়ে কিছু লোক প্রতারণার আশ্রয় নিলো। যা অত্যন্ত দুঃখজনক। দিন দিন আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে। আমাদেরকে আবার নৈতিকতা অর্জন করতে হবে। সুন্দর সমাজ বির্নিমাণে সর্বপ্রথম এই গুণটি থাকতে হবে।’ ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালি গ্রামে আসাফা মডেল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজনীতিক মোঃ আব্বাস উদ্দিন।
১৭ ডিসেম্বর শনিবার সকালে আসাফা মডেল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাফার সভাপতি জাহাঙ্গীর হোসেন দেওয়ান। আব্দুর রবের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, দৈনিক আনন্দবাজার পত্রিকার মফস্বল সম্পাদক আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর (সংরক্ষিত) খতেজা বেগম আলেয়া, ব্যাংকার হাবিবুর রহমান রুবেল প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, মোঃ আলী সুজন, শফিকুর রহমান, আহাসান উল্যাহ প্রমুখ।
ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে এতোদিন কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না। অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের উদ্যোগ এবং সহযোগিতায় এ বছরের শুরুর দিকে একটি মাদ্রাসার কাজ শুরু হয়েছে, যা চলমান। গত ১৭ ডিসেম্বর আসাফা নামে একটি কিন্ডারগার্টেনের কার্যক্রম শুরু হয়।