প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান শেষে আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ কুন্তুল কৃষ্ণ নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাাল দেবনাথ, সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরী, প্রভাষক মেজবাহ উদ্দিন, শরীফ মোঃ আব্দুল কুদ্দুছ, রাশেদ আহমেদ মুরাদ, শাহীনা আক্তার, আজিমুর রশিদ খান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আলোচনা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।