রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০

প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে স্বর্ণখোলায় হরিজন কলোনীতে নির্মিত হচ্ছে বহুতল ভবন
গোলাম মোস্তফা ॥

এল.আই.ইউ.পি.সি. প্রজেক্টের আওতায় চাঁদপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণখোলা হরিজন কলোনীর বাসিন্দাদের তথা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্যে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে।

উক্ত ভবনের অগ্রগতি পরিদর্শন করছেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে তিনি এ নির্মাণকাজ পরিদর্শন করেন।

তিনি কাজের অগ্রগতি বিষয়ে কথা বলেন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে। পাশাপাশি স্থানীয় হরিজনদের সাথে কথা বলেন। এ সময় মেয়র বলেন, সরঞ্জামাদির মান যাচাই করে যেনো নির্মাণ কাজে ব্যবহার করা হয়।

নির্মাণ কাজ পরিদর্শনকালে মেয়র জিল্লুর রহমান জুয়েলের সাথে উপস্থিত ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এল.আই.ইউ.পি.সি)-এর হাউজিং কো-অর্ডিনেটর আকতারুজ্জামান, টাউন ম্যানেজার মোঃ আব্দুল হান্নান, হাউজিং এক্সপার্ট কায়সার আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান রিপন ট্রেডার্স, টেকবে ইন্টারন্যাশনাল-এর প্রতিনিধি ফারুক আহমেদ, পৌরসভার কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী প্রমুখ।

এল.আই.ইউ.পি.সি.-এর হাউজিং কো-অর্ডিনেটর আকতারুজ্জামান জানান, এল.আই.ইউ.পি.সি. প্রকল্পের আওতায় চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ম পর্যায়ে স্বর্ণখোলা হরিজন কলোনীতে ৫ তলা বিশিষ্ট ২টি বহুতল ভবন গড়ে তোলা হবে।

এ দুটি বহুতল ভবন নির্মাণে ৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় হবে বলে জানানো হয়। ভবন দুটিতে ৮৮টি পরিবারের স্থায়ী বসবাসের সুযোগ থাকবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়