প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা রাস্তার মাথায় সরখাল খালের উপর নির্মিত (ছবিতে দৃশ্যমান) এ ব্রিজ দিয়ে ফরিদগঞ্জের দক্ষিণে যেতে হয়। এ ব্রিজটি দিয়ে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন, পাটওয়ারী বাজার, কড়ইতলী, রূপসাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির মাঝখানে ভেঙ্গে সিসি ঢালাই উঠে গিয়ে রড বেরিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ সড়ক ও ব্রিজটি দিয়ে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ফলে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে হালকা যানবাহনসহ স্থানীয় বাসিন্দাদের। বিপদজ্জনক ব্রিজটি সংস্কারে স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।