রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ০০:০০

১ জানুয়ারি শিক্ষার্থীরা নতুন বই পাবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, শত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবো। মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। মঙ্গলবার সকাল ১০টায় শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার উন্নয়ন হয়েছে, গবেষণা খাতের উন্নয়ন হয়েছে। ১২টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সুবিধাজনক সময়ে শিক্ষার্থীরা এ ডিপ্লোমায় অংশগ্রহণ করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার।

তথ্যসূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়