প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার প্রত্যয়ে চালু হওয়া বেসরকারি চিকিৎসা সেবার প্রতিষ্ঠান বেলভিউ হাসপাতাল ষোলঘর এলাকা থেকে স্থান পরিবর্তন করে নতুন স্থান দর্জিঘাট চৌরাস্তা মোড়ে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসে নতুন ভবনে নতুন রূপে বেলভিউ হাসপাতালের কার্যক্রম শুরু করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ হারুনুর রশিদ সাগর।
তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর স্থানীয় ৬টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্জিঘাট চৌরাস্তা মোড়ে নব উদ্যমে আধুনিক সেবার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সেবার সুনাম অক্ষুণ্ন রাখতে এবং সাধারণ মানুষকে চিকিৎসা সেবার কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।