রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকার সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিভাগে আবৃত্তি, চিত্রাংকন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, রাত পোহালেই আমাদের বিজয়ের দিন। ১৯৭১ সালের এইদিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমরা ২৪ বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাই। জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনঃগঠন করতে কাজ শুরু করলেও ঘাতকরা তাকে তা করতে দেয় নি। কিন্তু তাঁর সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আজ এই বিজয় দিবসের পূর্বক্ষণে আমাদের শপথ নিতে হবে জাতির পিতার সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তোমরা যারা লেখাপড়া করছো, তোমরা তোমাদের মেধা দিয়ে ভালোভাবে পড়ালেখা করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। দেশের কাজে নিজেদের আত্মনিয়োগের মাধ্যমে সেই কাজটি করবে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে।

সভায় ফরিদঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক শ্যামল চক্রবর্তী, সহকারী শিক্ষক মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়