রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কামরুজ্জামান মিন্টুর
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু ফুল দিয়ে বরণ করে নিলেন নবনির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের। ১৫ ডিসেম্বর দুপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার। সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু একে একে ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু নৌকার প্রশ্নে কোনো আপস নেই। আগামী নির্বাচনে যেই আসুক আমরা নৌকার পক্ষে থাকবো। উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা যেভাবেই সম্পৃক্ত থাকেন কোনো সমস্যা নেই। কিন্তু শেখ হাসিনা, নৌকা ও আওয়ামী লীগের প্রশ্নে আমরা একমত। আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যিনি নৌকা নিয়ে আসবেন আমরা তার পক্ষে নৌকার বিজয়ে কাজ করবো। আমরা শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবো। তিনি নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, ইঞ্জিনিয়ার মামুন আলম, রেজাউল করিম মিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, আঃ রাজ্জাক, জহিরুল ইসলাম মানিক, মাহতাব উদ্দিন হেলাল, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, খোকন সরকার, সফিউল আলম স্বপন, পলাশ মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে মিলিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়