রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
বাদল মজুমদার ॥

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২২ উপলক্ষে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবাই মিলে ভ্যাট দিলে প্রবৃদ্ধি আর সমৃদ্ধি মিলে’-এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ১৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায় চাঁদপুর শহরের কুমিল্লা সড়কস্থ ভ্যাট কার্যালয়ে শহরের ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ভূদেব চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা কাস্টমস এন্ড এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল। তিনি বলেন, চাঁদপুরের ব্যবসায়ীদের মধ্যে মিল রয়েছে। সেই কারণে সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানাই। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কর্মশালা করবো। এছাড়াও ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর বিভাগের হাজীগঞ্জ সার্কেলের রাজস্ব কর্মকর্তা তমাল কান্তি দাস, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নূরুল আলম লালু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, জেলা হার্ডওয়্যার সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, পারটেক্স গ্রুপের প্রতিনিধি কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা আসমা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়