রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফ্যাসিস্ট সরকার থেকে মানুষ এখন মুক্তি চায়
স্টাফ রিপোর্টার ॥

জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত সকল নেতার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ৭ ডিসেম্বর গুলি করে হত্যা, নির্যাতন, পুলিশ কর্তৃক বিএনপি কার্যালয় জবর-দখল ও ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় দলীয় কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম কাজী জুয়েল, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, এই সরকার গত ১৪ বছরে গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। আজ সাধারণ মানুষের জনজীবন বিপন্ন। তারা এতোই দুর্নীতিগ্রস্ত যে সাধারণ মানুষ আজ তাদের বিশ্বাস করে না। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে মানুষ এখন মুক্তি চায়।

তিনি বলেন, ঢাকার সমাবেশে সরকার ভয় পেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আটক করেছে ও অফিস ভাংচুর করেছে। পুলিশ কী উদ্দেশ্যে বিএনপি অফিসে বোমা রাখে? সরকার ও পুলিশ কী করেছে তা দেশের জনগণ ও সারাবিশ্বের মানুষ দেখেছে। শেখ হাসিনার আত্মীয়-স্বজন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে।

তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাধা দিচ্ছেন। গুলি করে তাজা প্রাণ কেড়ে নিচ্ছেন। কোনো মামলা, গুলি রাজপথ থেকে শহিদ জিয়ার সৈনিকদের হটাতে পারবে না। মিথ্যা মামলা, গ্রেফতার ও গুলি করে বিএনপির কর্মীদের আন্দোলন থেকে সরানো যাবে না। গত ৮ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা ও লাঠিচার্জ করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আন্দোলন চালিয়ে যাবো, কোনো বাধা আমাদের আটকিয়ে রাখতে পারবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়