শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ০০:০০

এবারে ড্রেজারে লাখ টাকা জরিমানা
কামরুজ্জামান টুটুল ॥

এবারে ড্রেজার চালানোর দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। একই সাথে ড্রেজারটি জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ড্রেজার মালিক উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের জয়নাল আবেদিন মাস্টারের ছেলে আব্দুল আজিজ (৬০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে আব্দুর আজিজ দেশগাঁও গ্রামসহ তৎসংলগ্ন কৃষি মাঠে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয় একটি চক্রকে ম্যানেজ করে দিনের পর দিন কৃষিজমি নষ্টসহ জলাধার ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করছিলেন আব্দুল আজিজ। পরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় আব্দুর আজিজকে ১ লাখ টাকা জরিমানা এবং ড্রেজারটি জব্দ করা হয়।

অপরদিকে একইদিন স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৯টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার বলেন, উপজেলার কোথায়ও অবৈধ ড্রেজার চলতে দেয়া যাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়